চাণক্য-কে সেরা পণ্ডিতদের মধ্যে গণনা করা হয়। তিনি তাঁর নীতিশাস্ত্রে মানব জীবন সম্পর্কিত এমন অনেক পরামর্শ দিয়েছেন, যেগুলি মেনে চললে আজকের জীবনেও সাফল্য, সুখ লাভ করা যায়। শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা বিশ্বাস করেন, যে ব্যক্তি চাণক্যের উপদেশ নিয়মিত অধ্যয়ন করেন, তাঁর জীবনে দুঃখ-দুর্দশা সহজেই দূর হয় এবং যে কোনও বিপর্যয় মোকাবেলা করারও শক্তি মেলে।
View Moreসম্পর্কের শুরু যেভাবেই হোক না কেন, শেষ পর্যন্ত সেটার শুভ পরিণতি পাওয়াই হল আনন্দের। বলা হয়, কে কার জীবনসঙ্গী হবে তা নাকি আগে থেকেই ঈশ্বরের কাছে ঠিক করা থাকে। সে যাইহোক না কেন, বর্তমান যুব সমাজের বেশিরভাগ অংশই চায় নিজের পছন্দের, ভালবাসার মানুষকে বিয়ে করতে অর্থাৎ লাভ ম্যারেজ। অনেকের মতে, অচেনা কাউকে বিয়ে করে সারাজীবন অতিবাহিত করা খুব কঠিন কিন্তু, লাভ ম্যারেজে আগে থেকে জানা, চেনার সুযোগ থাকে।
View More